ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে যুবকের লাশ উদ্ধার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/02/06/photo-1454761555.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা বিল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম ও পরিচয় জানতে পারেনি পুলিশ।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা জানান, সকালে স্থানীয় বাসিন্দারা বিলে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
যুবকের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মোস্তফা কামাল পাশা।