রাবিতে চিহ্ন মেলার পরিবর্তিত তারিখ ৭ ও ৮ মার্চ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছোট কাগজ চিহ্ন-এর দুই দিনব্যাপী ‘চিহ্নমেলা-বিশ্ববাঙলা’র সময় পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ ও ৮ মার্চ ২০১৬। সোমবার চিহ্ন’র নির্বাহী সদস্য রহমান রাজু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ঐতিহ্যবাহী ছোট কাগজ ‘চিহ্ন’ দুই দিনব্যাপী বিশ্বমেলা করতে যাচ্ছে। মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো আগামী ১৫ ও ১৬ মার্চ ২০১৬। কিন্তু অনিবার্যকারণবশত দু’দিনব্যাপী এ মেলা এক সপ্তাহ এগিয়ে এনে ৭ ও ৮ মার্চ নির্ধারণ করা হয়েছে।’
অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তনের কারণে এই মেলার সঙ্গে সম্পৃক্ত সব লেখক, পাঠক, দর্শকদের পরিবর্তিত তারিখে মেলায় আসার অনুরোধ জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছোট কাগজ ‘চিহ্ন’ ১৭ বছর ধরে সাহিত্য চর্চা করে আসছে। যার ধারাবাহিকতায় গত কয়েক বছর ধরে মেলার আয়োজন করে আসছে চিহ্ন পরিবার।