দক্ষ জনশক্তি তৈরী ও কর্মসংস্থান বিষয়ে গাজীপুরের টিটিটিআই’তে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (টিটিটিআই) থেকে প্রশিক্ষনপ্রাপ্ত ছাত্রছাত্রীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সোমবার গাজীপুরের বাংলাদেশ মেশিন টুলস কারখানা ক্যাম্পাসে অবস্থিত টিটিটিআই হল রুমে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । সেমিনারে চাকুরীদাতা বিভিন্ন প্রতিষ্ঠানের ১৭ জন উর্ধ্বতন কর্মকর্তা, টিটিটিআইয়ের প্রশিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীরা অংশ নেন।
টিটিটিআইয়ের ভাইস প্রিন্সিপাল মেজর (অব) শ্যামুলেন্দু কবিরাজের সভাপতিত্বে স্কিলস এন্ড ট্রেনিং ইনহ্যান্সমেন্ট প্রজেক্ট (এসটিইপি) এর সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) এর প্রিন্সিপাল প্রফেসর ডঃ ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মান্নান। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের প্লেসমেন্ট অফিসার রাইসুল ইসলাম খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুইস কন্ট্রাক্ট এর ফিল্ড কোঅর্ডিনেটর এস,এম, আব্দুল্লাহ, বিডি জবস ডট কম এর সিনিয়র ম্যানেজার (সেলস)মএনামুল হাসান, প্ল্যানিং কনসালটেন্সি এন্ড কন্সট্রাকশন সার্ভিস এর ডিজাইন এন্ড সেলস ইঞ্জিনিয়ার এমদাদুল হক এবং মেক্স মার্কেটিং এর প্রধান নির্বাহী কর্মকর্তা এমদাদুল হক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষনের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে প্রয়োগ করার জন্য বিভিন্ন ক্ষেত্রে আমাদের সুযোগ সৃষ্টি করতে হবে। অন্যদিকে দেশে সাসটেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। সেই সাথে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলিকে ভাল ইন্ট্রাকটর নিয়োগ দিতে হবে। এক্ষেত্রে দেশের শিল্প প্রতিষ্ঠান এবং প্রাইভেট সেক্টরের কর্তাব্যাক্তিদের এগিয়ে আসতে হবে। তাহলে দেশে আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তি তৈরী সম্ভব হবে।
অনুষ্ঠানে টিটিটিআইয়ের মানসম্পন্ন প্রশিক্ষনের প্রসংসা করেন বক্তারা। সেই সাথে এখানকার প্রশিক্ষনার্থিদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেবারও আশ্বাস দেন।