চুয়াডাঙ্গায় অজ্ঞাত পরিচয়ে যুবকের গলিত লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের তালতলা মাঠের একটি আখ ক্ষতে থেকে পুলিশ অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে।
সোমবার দুপুরে দামুড়হুদা মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জানান, এলাকাবাসীর খবরের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়েছে। তবে, শিয়াল- কুকুরে লাশের বেশিরভাগ অংশই খেয়ে ফেলায় চেহারা বিকৃত হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে বহিরাগত কাউকে এক সপ্তাহ আগে ওই মাঠে এনে খুন করা হতে পারে।