নরসিংদীতে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, একজন নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/02/09/photo-1455006545.jpg)
নরসিংদীর মাধবদীতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আরিফ (২৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে মাধবদীর সৈকাদী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরিফ গাজী বিরামপুর এলাকার বাসিন্দা। এ সময় তাঁর কাছ থেকে অস্ত্র-গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয় বলে দাবি পুলিশের।
নরসিংদী গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রূপম সরকার জানন, নরসিংদীর পাঁচদোনা ইউনিয়নের ডাঙ্গা সড়কে ছিনতাই হচ্ছে—এমন খবর পেয়ে টহলরত গোয়েন্দা পুলিশের একটি দল সৈকাদী এলাকায় যায়। ওই সময় সড়কের মাঝে একটি মোটরসাইকেল নিয়ে তিন যুবক অবস্থান করছিল। গাড়ি থেকে পুলিশ নামার সঙ্গে সঙ্গে ওই তিন যুবক পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে আরিফ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
রূপম আরো জানান, দলনেতা গুলিবিদ্ধ হওয়ার পর অন্য দুজন দৌড়ে পালিয়ে যায়। এ সময় উভয় পক্ষের গোলাগুলিতে তিনিসহ কনস্টেবল নজরুল ইসলাম ও কনস্টেবল ধানু আহত হন।
খবর পেয়ে পাঁচদোনা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুলিবিদ্ধ আরিফকে উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় আরিফের মৃত্যু হয় বলে জানান গোয়েন্দা পুলিশের এই এসআই।
এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আরিফের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে নরসিংদী সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এসআই রূপম।