ভাওয়াল কলেজে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ৫

গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়।
আহত ছাত্রদল নেতাকর্মীরা হলেন জাহিদুল ইসলাম জাহিদ, ইসমাইল, এমরান, মান্নান ও খোরশেদ।
ছাত্রদলের ভাওয়াল কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম অভিযোগ করেন, আজ সকালে গাজীপুর সিটির মেয়র অধ্যাপক এম এ মান্নানের মুক্তির দাবিতে কলেজ ক্যাম্পাসে ছাত্রদল মিছিল বের করে। এ সময় বহিরাগত সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে কলেজ শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ধারালো অস্ত্র নিয়ে ছাত্রদলের মিছিলে হামলা চালায়। এতে কমপক্ষে পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। তাঁদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত জাহিদ গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
তবে এ ব্যাপারে ছাত্রলীগের ভাওয়াল কলেজ শাখার সভাপতি সজীব হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সৌরভ জানান, কলেজ ক্যাম্পাসে আজ ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। এ সময় মিছিলকারীরা জাতির জনক ও প্রধানমন্ত্রীকে কটূক্তি ও ব্যঙ্গ করে বক্তব্য দেন। ছাত্রলীগের কর্মীরা এর প্রতিবাদ জানালে ছাত্রদলের কয়েকজন নেতা হুমকি দেন এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।