আশুগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৫০
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/02/12/photo-1455278490.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খড়িয়ালা ও মৈশার গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের আশুগঞ্জ ও সরাইলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে অন্তত এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
পুলিশ জানিয়েছে, সকালে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন খড়িয়ালা এলাকায় একটি দোকানের সামনে সিএনজিচালিত অটোরিক্শা রাখাকে কেন্দ্র করে দুই ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডা হয়। তবে কোন দুই ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডা হয় তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।
এরই জের ধরে বেলা সাড়ে ১১টার দিকে খড়িয়ালা ও মৈশার গ্রামের কয়েকশ লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ৫০ জন আহত হয়েছে। এ ছাড়া সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বেশ কয়েকটি ঘরবাড়ি আগুন, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। সংঘর্ষকারীরা মহাসড়কের ওপর উঠে পড়লে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়ে সংঘর্ষকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে দুপুর দেড়টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
সংঘর্ষ থামাতে আশুগঞ্জ, সরাইল, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামাতে চেষ্টা করে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ জানান, সংঘর্ষ থামাতে অর্ধশতাধিক রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে।