মেহেরপুরে দেয়াল ধসে বৃদ্ধের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলায় দেয়াল ধসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই ব্যক্তির স্ত্রী আহত হয়েছেন।
আজ শনিবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম দাউদ হোসেন (৭০)। স্থানীয়ভাবে তিনি দাউদ ফকির নামে পরিচিত ছিলেন। তাঁর বাড়ি উপজেলার জোড়পুকুরিয়া এলাকায়।
স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, গাংনী হাটবোয়ালীয় সড়কের করিমপুর মোড়ে করিম ফকিরের আস্তানায় গান বাজনা ও সাধুসংঘের দরবার ছিল। গান বাজনা শেষে রাতে সবাই ঘুমিয়ে পড়লে ভোররাতের দিকে রাস্তার পাশ দিয়ে একটি ট্রাক যায়। ট্রাকের ঝাকুনিতে হঠাৎ দেয়ালটি ঘুমন্ত লোকজনের ওপর ধসে পড়ে। এতে দাউদ ফকির ও তাঁর স্ত্রী আলেয়া ফকিরানী আহত হন।
পরে মুমূর্ষু অবস্থায় তাঁদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিছুক্ষণ পর দাউদ ফকির মারা যান বলে জানান ওসি আকরাম হোসেন।