চাঁপাইনবাবগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার দক্ষিণ শহর এলাকায় এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার এ ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম বাসেদ আলী (৫৫)। নিহত আলী বাসেদ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর কাচারী গ্রামের বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম জানান, বাসেদ আলী তাঁর জমি থেকে সবজি তুলে ভ্যানযোগে ফেরার সময় দুর্বৃত্তরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তাঁকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে চলে যায়। বিকেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
হত্যাকাণ্ড সম্পর্কে পুলিশ এখনো কিছু জানতে পারেনি বলে জানিয়েছেন ওসি মাযহারুল।