মাধবদী পৌরসভার নবনির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/02/14/photo-1455462567.jpg)
নরসিংদীর মাধবদী পৌরসভার নবনির্বাচিত মেয়র হাজি মোশাররফ হোসেন প্রধান মানিক আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ রোববার দুপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রী বীরপ্রতীক নজরুল ইসলাম হিরুর উপস্থিতিতে সাবেক মেয়র হাজি মো. ইলিয়াছ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নতুন মেয়র মানিক নাগরিকদের প্রত্যাশার কথা জানতে পৌর ভবনে প্রত্যাশা বক্স স্থাপনের ঘোষণা দেন।
পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মেয়র হাজি মোশাররফ হোসেন প্রধান মানিক মেয়র নির্বাচিত করায় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমার লক্ষ্য জনতার মনে ভালোবাসার আসন করে নেওয়া। এজন্য নিরপেক্ষ থেকে প্রয়োজনে আমি কঠোর হব এবং স্বার্থপরও হব পৌরবাসীর স্বার্থে। বৃহত্তর কল্যাণের জন্য কাজ করে যাব। সত্য, সুন্দর ও ন্যায়ের প্রতি অবিচল থাকব।’
মেয়র বলেন, মাধবদীবাসীর ভালোভাবে বাঁচার স্বার্থে ব্রহ্মপুত্র নদকে বাঁচাতেই হবে। এর বাঁচা-মরার ওপর শহরের রূপ-সৌন্দর্য নির্ভর করছে। ব্রহ্মপুত্রের স্রোতধারা এই জেলার বিভিন্ন স্থান দিয়ে প্রবহমান। তিনি উপস্থিত পানিসম্পদ প্রতিমন্ত্রীর কাছে ব্রহ্মপুত্র নদকে খনন করে নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানান।
একই সঙ্গে ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি করা ট্রেড লাইসেন্সের ফি সহনশীল পর্যায়ে নিয়ে আসার অঙ্গীকার করেন মেয়র। নাগরিক সেবা গ্রহণে পৌরবাসী যাতে হয়রানির শিকার না হয় সেজন্য কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করেন। তিনি নাগরিকদের প্রত্যাশার কথা জানতে পৌর ভবনে প্রত্যাশা বক্স স্থাপনের ঘোষণা দেন। এতে নাগরিকরা তাদের প্রত্যাশার কথা লিখে জানাতে পারবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হীরু নবনির্বাচিত মেয়রকে তাঁর ক্ষমতা যাতে অন্য কেউ অপব্যবহার করতে না পারে সেজন্য সতর্ক থাকার পরামর্শ দেন। একই সঙ্গে কল-কারখানার বিষাক্ত বর্জ্যে ব্রহ্মপুত্র নদের মাটি নষ্ট হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে নদীর মাটি বুয়েটের বিশেষজ্ঞরা পরীক্ষা করেছেন। শিগগিরই প্রকল্প তৈরি করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে প্রস্তাবিত মাধবদী থানা গঠনের প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে প্রতিমন্ত্রী জানান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঞা, পলাশের সাবেক সংসদ সদস্য ডা. আনোয়ারুল ইসলাম খাঁন দিলীপ, পুলিশ সুপার আমেনা বেগম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জি এম তালেব হোসেন, আলহাজ ইঞ্জিনিয়ার শওকত আলী, প্রচার সম্পাদক আলী হোসেন শিশির, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি সালাহ উদ্দিন, মাধবদীর সাবেক মেয়র মো. শফিউদ্দিন প্রমুখ।
আলোচনা শেষে সবার মঙ্গল কামনা করে দোয়া করা হয়।