ভোলায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, নিহত ১

ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে ‘এমভি ফারহান’ নামে লঞ্চের ধাক্কায় জেলে নৌকা ডুবে এক জেলে নিহত এবং অপর চার জেলে আহত হয়েছেন। সোমবার ভোর ৪টায় তজুমদ্দিনের মেঘনা নদীর বাসনভাঙ্গা চরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, লঞ্চটি যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে রোববার বিকেলে নোয়াখালীর হাতিয়ার উদ্দেশে যাচ্ছিলে। লঞ্চটি ঘটনাস্থলে এলে মাছ ধরার একটি জেলে নৌকাকে ধাক্কা দেয়। এতে মুহূর্তের মধ্যেই নৌকাটি ডুবে ঘটনাস্থলে মো. কালাম নামের এক জেলে মারা যান। আর কিরণ মাঝি, রুহুল আমিন, নুরনবী ও রফিক নামে নৌকার অপর চার জেলে গুরুতর আহত হন। আহতদের তজুমদ্দিন, ভোলা সদর ও বরিশাল মেডিকেলে ভর্তি করা হয়েছে।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কালামের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ‘এমভি ফারহান’-এর মালিকপক্ষের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।