হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করার দাবি
হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ দ্রুত শেষ করার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে দুটি সংগঠন। রোববার সকালে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে সুনামগঞ্জের সচেতন নাগরিক কমিটি (সনাক) ও স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করে। এতে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সনাকের সভাপতি নুরুর রব চৌধুরী, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, পৌরসভার প্যানেল মেয়র মনির উদ্দিন, সাবেক মেয়র নুরুল ইসলাম বজলু, কাউন্সিলর আরতি তালুকদার, সনাক সদস্য অ্যাডভোকেট খলিল রহমান, সৈয়দুর রহমান, স্বজনের যুগ্ম সমন্বয়কারী মো. রাজু আহমেদ, সদস্য যোগেশ্বর দাশ, সনি চন্দ, অমিত বর্মণ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এরিয়া ম্যানেজার মো. শফি উল্লাহ প্রমুখ।
মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, সুনামগঞ্জে এবার ৪২টি হাওরে ২০ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে ফসল রক্ষা বাঁধের কাজ হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারির মধ্যে সব হাওরে বাঁধের কাজ শেষ হওয়ার কথা; কিন্তু এখনো বাঁধের কাজ চলছে। কোথাও কোথাও অর্ধেকও কাজ হয়নি।
বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উল্লেখ করে বক্তারা বলেন, কারও গাফিলতির কারণে ফসলের ক্ষতি হলে সেই দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে। সুনামগঞ্জের মানুষ এই একটিমাত্র ফসলের ওপরই নির্ভরশীল।