গণপিটুনিতে ছিনতাইকারী নিহত
ময়মনসিংহের ত্রিশালে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছে। এ ছাড়া ছিনতাইকারীর গুলিতে আল আমীন নামের এক যুবক আহত হন। এ সময় ছিনতাইকাজে ব্যবহৃত একটি পিস্তল, ম্যাগাজিন ও মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ত্রিশাল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) চাঁদ মিয়া জানান, সন্ধ্যায় মমিনুল ইসলাম নামের এক মোটরবাইক আরোহীকে ত্রিশালের উকিলবাড়ীর কাছে রাস্তায় তিন ছিনতাইকারী গতিরোধ করে। এ সময় ওই মোটরবাইকে তিনজন আরোহী ছিলেন।
ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে মমিনুলকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় ছিনতাইকারীরা তাঁর মোটরসাইকেল, ১০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।
পরে ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে দেওয়ানীবাড়ি এলাকার দিকে রওনা হলে জনতা টের পেয়ে তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে ছিনতাইকারীরা দুই রাউন্ড গুলি ছুড়লে কোমরে গুলিবিদ্ধ হয়ে আহত হন স্থানীয় যুবক আল আমীন।
জনতা ছিনতাইকারীদের পাকড়াও করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং ছিনতাইকারীর লাশ থানায় নিয়ে যায়।