নরসিংদীতে কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/02/17/photo-1455710386.jpg)
বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নরসিংদী জেলা শাখা আজ বুধবার নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। ছবি : এনটিভি
অষ্টম বেতন কাঠামো দ্রুত বাস্তবায়ন, অবসরভাতা ও কল্যাণ তহবিলে অর্থ বরাদ্দের দাবিতে নরসিংদীতে মানববন্ধন করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নরসিংদী জেলা শাখা।
আজ বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নরসিংদী জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আমজাদ হোসেন, এম এম আলতাফ হোসেন, মোশারফ হোসেন, মনিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, তপন কুমার দাস, কামরুজ্জামান প্রমুখ।
বক্তারা অনতিবিলম্বে দ্রুত পে-স্কেল বাস্তবায়ন ও অবসর ভাতা তহবিলে অর্থ বরাদ্দের দাবি জানান। অন্যথায় পরবর্তী সময়ে বৃহত্তর কর্মসূচি পালন করবে শিক্ষকসমাজ।