খালেদা জিয়াকে আগে আবেদন করতে হবে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/02/18/photo-1455805372.jpg)
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের জন্য দোয়েল চত্বর দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে চাইলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আগেই পুলিশের কাছে আবেদন করতে হবে। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে কমিশনার জানান, খালেদা জিয়াকে সীমিত সংখ্যক সঙ্গী নিয়ে দোয়েল চত্ত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকতে দেওয়া হবে, যদি তিনি অনুরোধ জানান।
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে বোঝাতে চাই না।যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের অনুরোধ করেন, তাহলে আমরা তাঁকে দোয়েল চত্বর ব্যবহারের অনুমতি দেব। তবে অবশ্যই তা ভিভিআইপি ও ভিআইপিরা চলে যাওয়ার পর।’
প্রচলিত রীতি অনুযায়ী, একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে সবার আগে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। এরপর প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা। এরপর কূটনীতিকরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা সাধারণত দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মধ্য দিয়ে শহীদ মিনারে যান। এরপর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তবে তাঁরা পলাশী হয়ে শহীদ মিনারে যেতে পারেন।