পানছড়িতে দুই ঠিকাদার কর্মী ‘অপহৃত’

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দুর্গম তালতলা এলাকা থেকে একটি সড়ক উন্নয়নকাজের ঠিকাদার সহকারী ও ঠিকাদারি কাজের ব্যবস্থাপক (ম্যানেজার) অপহৃত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ৫০ লাখ টাকা দাবি করেছে বলে ঠিকাদার প্রতিষ্ঠান জানিয়েছে। তবে এ ব্যাপারে ওই দুই ব্যক্তির পরিবারের কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঠিকাদারি প্রতিষ্ঠান আল-ফালাহ ট্রেডিং করপোরেশন জানিয়েছে, ওই দুই ব্যক্তির একজন কাজের ব্যবস্থাপক মো. রুহুল আমিন (৫০) এবং অন্যজন ঠিকাদার সহকারী সাইফুদ্দিন শাহীন গাজী (৩৫)। তাঁরা দুজনই পিরোজপুরের বাসিন্দা।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় পানছড়ি-গোরাঙ্গপাড়া সড়কের পানছড়ি বাজার থেকে মরাটিলা পর্যন্ত সড়ক উন্নয়নকাজ চলছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান আল-ফালাহ ট্রেডিং করপোরেশনের মালিক নাসির মল্লিক জানান, বেশ কিছুদিন ধরেই ওই কাজের ওপর স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা দাবি করে আসছে। ১৪ ফেব্রুয়ারি কাজের তদারকি করতে গেলে তাঁর কাজের দুই লোককে তালতলা এলাকায় ডেকে নিয়ে জিম্মি করে দুর্বৃত্তরা। পরে মোবাইলে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।
ঠিকাদার নাসির মল্লিক জানিয়েছেন, অপহরণকারীরা বৃহস্পতিবার দুপুরে সাইফুদ্দিন শাহীন গাজীর স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলেছে। তখন শাহীন তাঁর স্ত্রীর কাছে যেকোনোভাবেই হোক, উদ্ধারের চেষ্টা করার আকুতি জানায়।
অপহরণের পর থেকে বিষয়টি ঠিকাদার ও পরিবারের পক্ষ থেকে গোপন রাখা হয়েছিল। বৃহস্পতিবার দিনভর অপহৃতদের উদ্ধারে সামাজিক মধ্যস্ততার চেষ্টা করা হলে জানাজানি হয়। তবে কারা অপহরণের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা বলেন, বিষয়টি তিনি জেনেছেন। তাঁর পক্ষ থেকে সম্ভব সব ধরনের সামাজিক প্রচেষ্টা চালানোর কথা জানান।
পানছড়ি থানার ওসি আবদুল জাব্বার জানান, তিনি এ ব্যাপারে কিছুই অবগত নন। অবশ্য খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মজিদ আলী সাংবাদিকদের জানিয়েছেন, এখনো কেউ অভিযোগ করেনি। তবুও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।