এসআইইউতে বহিষ্কারাদেশ প্রত্যাহারে ছাত্রলীগের চাপ

ক্যাম্পাসে বিভিন্ন অপরাধের দায়ে গত ১৭ ফেব্রুয়ারি ১৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এসআইইউ) কর্তৃপক্ষ। আজ শনিবার সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আলীম ওই বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য উপাচার্যকে চাপ দেন। উপাচার্য সুশান্ত কুমার দাশ প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন।
শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার, হুমকি, ক্যাম্পাসে উচ্ছৃঙ্খল আচরণের দায়ে গত ১৭ ফেব্রুয়ারি ১৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কৃতদের প্রায় সবাই ছাত্রলীগের কর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আলীম তুষার বেশ কয়েকজন নেতাকর্মী নিয়ে ৮-১০টি মোটরসাইকেলে করে এসআইইউ ক্যাম্পাসে যান। এ সময় নিরাপত্তাকর্মীরা তাঁদের ক্যাম্পাসে বাধা দেন। এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়।
পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাত্রলীগের নেতা আবদুল আলীমকে ভেতরে ডেকে নেন। এ সময় উপাচার্য অধ্যাপক ড. সুশান্ত কুমার দাশের সঙ্গে বৈঠক করেন আলীম। বৈঠকে ১৪ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের সুপারিশ করেন তিনি।
এ ব্যাপারে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আলীম তুষার এনটিভি অনলাইনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে যাতে আগের পরিবেশ ফিরে আসে, বিশ্ববিদ্যালয় যাতে সুন্দরভাবে চলে এসব নিয়ে আমি উপাচার্যের সঙ্গে কথা বলেছি। সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বহিষ্কারাদেশ প্রত্যাহারেরও অনুরোধ করেছি।’
সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে জানিয়ে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা তারেক উদ্দিন তাজ জানান, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ীই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হচ্ছে। কারো সুপারিশে নয়।
তবে এই বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক অভিযোগ করেন, ছাত্রলীগের পক্ষ থেকে সুপারিশ নয়, বহিষ্কারাদেশ প্রত্যাহারে চাপ প্রয়োগ করা হচ্ছে। এই চাপের কাছেই নতি স্বীকার করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ ব্যাপারে কথা বলতে এসআইইউর উপাচার্য ড. সুশান্ত কুমার দাসের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
গত ১৭ ফেব্রুয়ারি এসআইইউর ব্যবসা প্রশাসনের (বিবিএ) শিক্ষার্থী সুমন সূত্রধর, আবুল হাসনাত শুভ, মো. সাইফুল আলম রাহেল, আবদুল কাদের জেবু, হিমেল দাশ, অভিত রায় ঝলক, মো. আলমগীর হোসেন খান, কৃষাণ বিশ্বাস, আইন বিভাগের ছাত্র রুবেল মিয়া, আক্তারুজ্জামান ইমন, ইংরেজির ছাত্র জাফর আহমেদ, মুহিউদ্দিন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের (সিএসই) ছাত্র রাজু পাঠান ও হাওনান আহমদ নাহিয়ানকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শেষ বর্ষের শিক্ষার্থীদের সমাপনী অনুষ্ঠানের জন্য গঠিত কমিটিতে শিক্ষার্থীদের না রাখায় ক্ষুব্ধ হয়ে গত ১৬ ফেব্রুয়ারি প্রক্টরসহ অন্য শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করেন এসব শিক্ষার্থী। একপর্যায়ে তাঁরা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও দুর্ব্যবহার করেন। এ ছাড়া এসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দেন।