সাতকানিয়া উপজেলার চেয়ারম্যান বরখাস্ত

সহিংসতায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জসীম উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে।
সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আরিফ উল্লাহর বরাত দিয়ে আজ সোমবার এ তথ্য জানায় বার্তা সংস্থা বাসস।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় গত মঙ্গলবার এ বিষয়ে একটি নোটিশ জারি করে।
ইউএনও বলেন, ‘আমি গেজেট নোটিফিকেশনের কপি হাতে পেয়েছি। উপজেলা পরিষদ আইন ১৯৯৮, ১৩ ক (১) ধারায় তাঁকে বরখাস্ত করা হয়েছে।’
পুলিশ জানায়, সহিংসতাসহ বিভিন্ন অভিযোগে জসীম উদ্দিনের বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে। এরই মধ্যে একটি মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে পৌঁছে গেছে।