মধুমতি লেক পরিষ্কারের কাজে হাত দিলেন গোপালগঞ্জের মেয়র

গোপালগঞ্জ জেলা শহরের সৌন্দর্য বৃদ্ধি কার্যক্রমের অংশ হিসেবে ২০০৯ সালে তৈরি করা হয় মধুমতি লেক। দুই পাড়ে বসার স্থান, চারপাশে পাকা রাস্তা, মসজিদ, খাবারের দোকান সবই ছিল শহরবাসীর বিনোদনের জন্য; ছিল মাছ ধরার ব্যবস্থাও।
তবে দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে সেই লেক অনেকটা ভরাট হয়ে গেছে। পানি দূষিত হয়েছে নানা আবর্জনার কারণে। পানিতে জমেছে কচুরিপানা।
গোপালগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র কাজী লেয়াকত আলী লেকু জেলা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার অংশ হিসেবে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ মধুমতি লেক পরিষ্কারের কাজে হাত দিয়েছেন। আজ মঙ্গলবার সকালে পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি লেক পরিষ্কারের কাজের উদ্বোধন করেন। এ সময় শহরের সৌন্দর্য ঠিক রাখতে পৌরবাসীর সহযোগিতা কামনা করেন মেয়র।
এর পর লেকের ময়লা-আবর্জনা সরিয়ে, দুই পাড় পরিচ্ছন্ন করে এবং পানি থেকে কচুরিপানা তুলে মধুমতি লেককে আবারও আগের রূপে ফিরিয়ে নিতে কাজ শুরু করেন শ্রমিকরা। পৌর কর্তৃপক্ষের আশা, শিগগিরই মধুমতি লেক ফিরে পাবে তার আগের রূপ। আর শহরবাসীও আগের মতো এই লেকের তীরে বিকেলে হাঁটতে আসবেন, পরিবাসসহ সময় কাটাতে আসবেন।