দিনের বেলায় ট্রেন চালুর দাবি

রংপুর রেল স্টেশনে মানববন্ধন কর্মসূচি পালন করে দোকান মালিক সমিতির দুইটি সংগঠন। ছবি : এনটিভি
রংপুর থেকে ঢাকা যাতায়াতের জন্য দিনের বেলায় আন্তনগর ট্রেন চালুর দাবি করেছে রংপুর মহানগর ও জেলা দোকান মালিক সমিতি। আজ মঙ্গলবার এ দাবিতে রংপুর রেল স্টেশনে মানববন্ধন ও সমাবেশ করেছে ওই দুই সংগঠন।
আজ সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব রেজাউল ইসলাম মিলন। বক্তারা বলেন, বিভাগীয় নগরী রংপুর থেকে দিনের বেলায় ঢাকা যাতায়াতের জন্য কোনো আন্তনগর ট্রেন নেই। আর এ কারণে স্থানীয় ব্যবসায়ীসহ যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
অবিলম্বে দিনের বেলায় রংপুর-ঢাকা আন্তনগর ট্রেন চালুর দাবি জানান সংগঠনের নেতারা। বর্তমানে রংপুর থেকে ঢাকা রুটে রাতে একটি এক্সপ্রেস ট্রেন চলাচল করছে।