গাজীপুরে মেয়র মান্নানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া কারাবন্দি মেয়র এম এ মান্নানের মুক্তির দাবিতে আজ মঙ্গলবার শহরে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : এনটিভি
গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া কারাবন্দি মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নানের মুক্তির দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল হয়েছে।
জাতীয়তাবাদী ছাত্রদল গাজীপুর মহানগর শাখার নেতাকর্মীরা আজ মঙ্গলবার সকালে জয়দেবপুরের কলেজ রোড থেকে বিক্ষোভ মিছিলটি বের করে। মিছিলটি রাজবাড়ী রোড হয়ে জোড়পুকুর এলাকায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত পথসভায় ছাত্রদল নেতা সোহেল রানা, সাইদ মণ্ডল প্রমুখ বক্তব্য দেন। সভায় এম এ মান্নানের দ্রুত মুক্তির দাবি জানিয়ে তাঁরা বলেন, সম্পূর্ণ রাজনৈতিক কারণে এবং মেয়র পদটি সরকারি দলের দখলে রাখতে মেয়র মান্নানের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে আটক রাখা হয়েছে।