বাংলাদেশ-ভারতের ৩৭ লোকদল নিয়ে শুরু হচ্ছে লোকসংস্কৃতি উৎসব

উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের আয়োজনে সপ্তমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে লোকসংস্কৃতি উৎসব।
বুধবার থেকে শুরু হয়ে এ উৎসব চলবে পাঁচ দিনব্যাপী। উৎসব উপলক্ষে মঙ্গলবার বিকেলে যশোর শহরে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। উদীচী যশোর কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পাঁচ দিনের এ লোক উৎসবে বাংলাদেশ ও ভারতের ৩৭টি লোকদল অংশ নেবে, যাদের মধ্যে ভারতের শ্যামসুন্দর দাস বাউল, রাজু বল, মহুল, বাংলাদেশের নড়াইলের দিদার বাউল ও তাঁর দল, ঢাকার জলের গান, খুলনার রূপান্তর, কুষ্টিয়ার আসলাম বাউল ও তাঁর দল, নড়াইলের বিজন কুমার দেবনাথ ও তাঁর দলসহ দেশের বিভিন্ন স্থানের লোকশিল্পীরা রয়েছেন। এ ছাড়া পাঁচ দিনের অনুষ্ঠানে ঢাকার তামান্না ও তাঁর দল মণিপুরী নৃত্য, উদীচী যশোর লোকনৃত্য, যশোরের শেকড় গীতিনাট্য পরিবেশন করবে। সংগীত পরিবেশন করবেন প্রখ্যাত শিল্পী রথীন্দ্রনাথ রায়।