মেহেরপুরে কৃষিমেলা চলছে

মেহেরপুরে তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে জেলা খামারবাড়ি চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেছে।
উদ্বোধন শেষে সংসদ সদস্য কৃষিমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবারের মেলায় ২০টি স্টলে কৃষকরা তাঁদের উৎপাদিত পণ্য ও বিভিন্ন প্রতিষ্ঠান কৃষিজ যন্ত্রপাতি প্রদর্শন করছে।
মেলার উদ্বোধন উপলক্ষে কৃষকদের নিয়ে একটি শোভাযাত্রা বের হয়। কৃষিমেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান, জেলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম কামরুজ্জামান।