মেহেরপুরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মেহেরপুরের গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর ধলা গ্রামের কৃষক হাসিবুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মিনারুল ইসলাম কালুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার সকাল ১০টায় গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ধানখোলা বাজার থেকে কালুকে গ্রেপ্তার করে।
গত শনিবার রাত ৯টার দিকে রাধাগোবিন্দপুর ধলা গ্রামে একটি চায়ের দোকানে হাসিবুল ইসলামকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা হাসিবুলকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যান তিনি।
পরদিন রোববার নিহত হাসিবুলের মা শাহানারা বেগম বাদী হয়ে মিনারুল ইসলামকে প্রধান আসামি করে গাংনী থানায় সাতজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। হাসিবুল উপজেলার রাধাগোবিন্দপুর ধলা গ্রামের সরকারপাড়া এলাকার আবদুস সাত্তারের ছেলে।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, প্রাথমিকভাবে মিনারুল এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, হাসিবুল তাঁর স্ত্রীর শ্লীলতাহানি করেন। এর জের ধরেই তাঁকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। মিনারুলকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।