বাল্যবিবাহ প্রতিরোধে ছাগল বিতরণ

আগামী ২৭ ফেব্রুয়ারি মেহেরপুর জেলাকে বাল্যবিবাহমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হবে। জেলা প্রশাসনের উদ্যোগে গত সাত মাস ধরে চলছে বিভিন্ন কর্মসূচি ও সভা সেমিনার।
বাল্যবিবাহ প্রতিরোধে ঝুঁকিপূর্ণ অতি দরিদ্র নয়টি পরিবারের মধ্যে ১৮টি ছাগল বিতরণ করেছে মেহেরপুর জেলা প্রশাসন। আজ বুধবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার বারাদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই ছাগল বিতরণ করা হয়।
জেলা প্রশাসক শফিকুল ইসলাম বলেন, ‘আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এ জেলায় যেন আর কোনো বাল্যবিবাহ না হয়। আগামী ২৭ ফেব্রুয়ারি এ জেলাকে বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হবে। এরই মধ্যে বাল্যবিবাহ প্রায় শূন্যের কোটায় চলে এসেছে।’
জেলা প্রশাসক জানান, মূলত আর্থিকভাবে অসচ্ছল এবং পরিবারগুলোতে দুই-তিনটি করে মেয়ে আছে এমন পরিবারগুলোকে দুটি করে ছাগল দেওয়া হয়েছে। ছাগল দেওয়ার আগে তাদের অঙ্গীকার করানো হয়েছে যে তারা মেয়েদের ১৮ বছর বয়সে আগে বিয়ে দেবে না। ছাগলগুলো লালন পালন করে তারা যেন সচ্ছল হয় এবং মেয়েদের লেখাপড়া করাতে পারে এজন্য দেওয়া হয়েছে।
ছাগল বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) শাহীনুজ্জামান, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামসুল আলম উপস্থিত ছিলেন।