ঢাকা বারে শেষ দিনের ভোট গ্রহণ চলছে

ঢাকা আইনজীবী সমিতির ২০১৬-১৭ বর্ষের নির্বাচনের শেষ দিনের ভোট গ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।
গতকাল বুধবার এই নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এবার নির্বাচনে ১৫ হাজার ৫০ জন ভোটার (আইনজীবী) তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ভোটগণনা শেষ হবে আগামীকাল শুক্রবার। এর পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করবেন নির্বাচন কমিশনার।
এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল ও আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের মধ্যে মূল লড়াই হলেও সবুজ প্যানেলের অধীনে বিভিন্ন পদে আরো ১০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী হোসেন আলী খান হাসানও ভোটের লড়াইয়ে শামিল হয়েছেন।
সব মিলিয়ে ২৫টি পদের জন্য লড়ছেন ৬৫ প্রার্থী। এর মধ্যে ১০টি সম্পাদকীয় পদের বিপরীতে ২৪ জন এবং ১৫টি সদস্যপদের বিপরীতে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাদা প্যানেলে সভাপতি পদের জন্য লড়ছেন অ্যাডভোকেট সাইদুর রহমান মানিক এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আয়ুবুর রহমান। অন্যদিকে নীল প্যানেলের সভাপতি পদে অ্যাডভোকেট মো. খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক পদে আছেন অ্যাডভোকেট আজিজুল ইসলাম খান বাচ্চু।
২০১৬-১৭ কার্যবর্ষের সম্পাদকীয় পদে সাদা প্যানেলের প্রার্থীরা হলেন—সিনিয়র সহসভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মাদ হাবিবুর রহমান, সহসভাপতি পদে আবু বারেক ফরহাদ, ট্রেজারার পদে মো. হাসিবুর রহমান দিদার, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে আবদুস সালাম খান, সহসাধারণ সম্পাদক পদে মো. শাহাদাত হোসেন ভুঁইয়া, লাইব্রেরি সম্পাদক পদে আলী আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক পদে লাকী আক্তার ফ্লোরা, দপ্তর সম্পাদক পদে আবদুল হাই মামুন, সমাজকল্যাণ সম্পাদক পদে প্রহ্লাদ চন্দ্র সাহা পলাশ ও খেলাধুলা সম্পাদক পদে মো. বাহারুল আলম বাহার।
অন্যদিকে সম্পাদকীয় পদের নীল প্যানেলের প্রার্থীরা হলেন—সিনিয়র সহসভাপতি পদে অ্যাডভোকেট আফরোজা বেগম শেলী, সহসভাপতি পদে কাজী মো. আবুল বারিক, ট্রেজারার পদে আবু বক্কর সিদ্দিকী, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে সৈয়দ নজরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক পদে মো. সারোয়ার কায়ছার রাহাত, লাইব্রেরি পদে মো. আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক পদে শাহনাজ বেগম শিরীন, দপ্তর সম্পাদক পদের মো. আফানুর রহমান রুবেল, সমাজকল্যাণ সম্পাদক পদে মো. শফিকুল ইসলাম ও খেলাধুলা সম্পাদক পদে মোহাম্মাদ শাখাওয়াত উল্লাহ চৌধুরী।
সাদা প্যানেলের ১৫টি সদস্যপদে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট আমিনুল আহসান মামুন, ইমারত হোসেন বাচ্চু, হাজেরা বেগম আজরা, মোহাম্মাদ আবু সাঈদ সিদ্দিক টিপু, নাসিম জাহান রুবি, নূরজাহান আক্তার পারভীন, মরিয়ম বেগম তুলি, মো. আলাউদ্দিন খান, সাহিদা পারভীন নদী, মো. বিল্লাল হোসেন লিজন, মোহাম্মাদ খায়রুল ইসলাম, নুরুল ইসলাম তালুকদার, তাইবুর রহমান তুহিন, মোহাম্মাদ সাইফুজ্জামান টিপু ও মোহাম্মাদ নুর হোসেইন।
অন্যদিকে সদস্যপদে নীল প্যানেলে মনোনয়ন পেয়েছেন—অ্যাডভোকেট আজমেরী আহমেদ চৈতি, মো. আবদুল মোমেন খান মামুন, মো. আনোয়ার পারভেজ কাঞ্চন, মো. শহিদুল্লাহ, মো. শাহীন হোসেন, মো. শওকত উল্লাহ, মোহাম্মাদ আবুল কাশেম, মোহাম্মাদ রোকনুজ্জামান সুজা, মোস্তফা সারওয়ার মুরাদ, মোস্তরী আক্তার নূপুর, মোসা. জেবুননেছা খানম জীবন, পান্না চৌধুরী, শাহনাজ পারভীন, সৈয়দ আকতারুল ইসলাম আক্তার ও সৈয়দ মোহাম্মাদ মাইনুল হোসেইন অপু।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মো. শাহ আলম খান।