সাত খুন মামলার সাক্ষ্য পেছাল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/02/25/photo-1456390148.jpg)
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার অন্যতম আসামি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদকে আদালতে হাজির না করায় আজ বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণ হয়নি। আদালত সাক্ষ্য গ্রহণের জন্য ২৯ ফেব্রুয়ারি নতুন দিন রেখেছেন।
এদিন সকালে পুলিশ আদালতকে জানায়, অসুস্থ থাকায় তারেক সাঈদ মোহাম্মদকে আদালতে হাজির করা হয়নি। এর জন্য পুলিশের পক্ষ থেকে আদালতে প্রমাণপত্রও হাজির করা হয়। কিন্তু আদালতের কাছে তা ত্রুটিপূর্ণ মনে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
এর পর এ ব্যাপারে জানার জন্য আদালত আধা ঘণ্টা মুলতবি দেন। এ সময় পাবলিক প্রসিকিউটরকে (পিপি) ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের মতামত নেওয়ার নির্দেশ দেন আদালত। আধা ঘণ্টা পর পুনরায় বিচারকাজ হয়। তখন আসামি তারেক সাঈদ মোহাম্মদকে অ্যাম্বুলেন্সে করে হলেও পরবর্তী তারিখে আদালতে হাজির করা এবং এ ব্যাপারে কারা কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নির্দেশ দেন আদালত।
আজ আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও কাউন্সিলর নূর হোসেনসহ ২২ আসামিকে আদালতে হাজির করা হয়।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের লিংক রোড থেকে দুপুরে জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার ও প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর হত্যা করে তাঁদের লাশ শীতলক্ষ্যায় ফেলে দেওয়া হয়। ৩০ এপ্রিল ছয়জন এবং পরের দিন একজনের মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুটি মামলা হয়। আজ এ দুটি মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা ছিল।
এ ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন বলেন, এ দুটি মামলার ২৩ আসামির মধ্যে ২২ জনকে আদালতে হাজির করা হয়। কিন্তু তারেক সাঈদ মোহাম্মদকে আদালতে হাজির করা হয়নি।
বাদীপক্ষের আইনজীবী দাবি করেন, ‘আমরা জানতে পেরেছি, তারেক সাঈদ সম্পূর্ণ সুস্থ রয়েছেন। বিচারকে বিলম্বিত করার জন্য একটি প্রভাবশালী মহল ষড়যন্ত্র করছে। তারই অংশ হিসেবে তাঁকে আজকে আদালতে হাজির করা হয়নি।’
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এস এম ওয়াজেদ আলী খোকন বলেন, আগামী দিনে আসামিকে আদালতে অবশ্যই হাজির করতে হবে।