আ. লীগের মনোনয়ন না পাওয়ায় মাগুরায় সড়ক অবরোধ

আওয়ামী লীগ থেকে মনোনয়ন না দেওয়ায় মাগুরার হাজরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যানের সমর্থকরা আজ শনিবার আলমখালী বাজারে মহাসড়ক অবরোধ করে। ছবি : এনটিভি
আওয়ামী লীগ থেকে মনোনয়ন না দেওয়ায় মাগুরার হাজরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যানের সমর্থকরা আলমখালী বাজারে মহাসড়ক অবরোধ করেছে।
আজ শনিবার বিকেলে হাজরাপুর ইউপি চেয়াম্যান আবদুর মান্নানের চাচাতো ভাই শফিক, কামাল ও অনিকের নেতৃত্বে আলমখালী বাজারে ঝিনাইদহ-ঢাকা মহাসড়কে কাঠের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে আধা ঘণ্টা অবরোধ করা হয়। এ সময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
হাজরাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূল ভোটে কবির হোসেন দলীয় মনোনয়ন পেয়েছেন।