বাড়ি ফেরার পথে মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার
পাবনার আটঘরিয়া উপজেলায় সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় মামলার একমাত্র আসামি সুজন হোসেনকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ছাত্রীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আটঘরিয়া উপজেলার একটি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী (১৩) একই গ্রামে তার বান্ধবীর বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল। পথে উত্তরচক (কেরানীর ঢাল) গ্রামের সুজন হোসেন তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর ছাত্রীর মা অনেক খোঁজাখুঁজির পর গ্রামের একটি জমিতে গোঙানির শব্দ শুনে স্থানীয়দের সহায়তায় মেয়েকে উধ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এই ঘটনায় মাদ্রাসাছাত্রীর বাবা বাদী হয়ে আটঘরিয়া থানায় দ্রুত বিচার এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। শুক্রবার রাতে আটঘরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাইমিন হোসেন ও এএসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সুজনকে গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাইমিন হোসেন জানান, আসামি সুজন ঘটনার সত্যতা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। যাবতীয় বিষয় পর্যবেক্ষণে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। সুজনকে আজ শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।