শিশু ধর্ষণের শিকার, চাচা গ্রেপ্তার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/01/16/photo-1452889217.jpg)
গাজীপুরে জয়দেবপুরে এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির দূর সম্পর্কের এক চাচাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার বেনী বর্মণ (৫০) জয়দেবপুর থানার বনগ্রাম কুচিয়ামারা এলাকার বাসিন্দা।
শুক্রবার র্যাব-১ জানায়, এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, গত বুধবার বিকেলে বেনী বর্মণ প্রতিবেশীর বাড়িতে যায়। বাড়িতে তখন শিশুটি (১২) একাই ছিল। বেনী বর্মণ শিশুটিকে মুখ, হাত ও পা বেঁধে পাশের শালবনে নিয়ে ধর্ষণ করে।
পরে ধর্ষণের শিকার শিশুটিকে রাস্তায় ফেলে পালিয়ে যায় অপরাধী। সংবাদ পেয়ে র্যাব কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলামের নেতৃত্বে একটি দল গিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বেনী বর্মণকে গ্রেপ্তার করে।