শিশু গৃহকর্মীকে খুন্তি দিয়ে ছ্যাঁকা, আটক ৩
রাজধানী বনশ্রী এলাকায় শিশু এক গৃহকর্মীকে নির্যাতন করা হয়েছে। শিল্পী (১২) নামের ওই শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটিকে নির্যাতনের অভিযোগে আজ মঙ্গলবার তিনজনকে আটক করেছে পুলিশ।
চিকিৎসাধীন শিল্পী সাংবাদিকদের জানায়, বনশ্রীর ওই বাসায় সে গত পাঁচ বছর ধরে কাজ করে। বাড়ির গৃহকর্ত্রী সুইটি বেগম, তাঁর ছেলে অনুপ (১৮) তাকে বেশ মারধর করতেন। এমনটি খুন্তি দিয়ে ছ্যাঁকা দিয়েছে বহুবার। নির্যাতন সইতে না পেরে আজ বাড়ি থেকে পালায় সে।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রফিক এনটিভি অনলাইনকে জানান, আজ দুপুরের দিকে টঙ্গী বাসস্ট্যান্ডে অচেতন অবস্থায় শিল্পীকে উদ্ধার করেন স্থানীয় ব্যবসায়ী আবদুল আজিজ। পরে শিল্পীকে তিনি টঙ্গী জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিল্পী সব তথ্যসহ বাসার ঠিকানা জানায়। পরে টঙ্গী মডেল থানার পুলিশ খিলগাঁও থানাকে ব্যাপারটি জানায়।
বিষয়টি জানার পর এসআই রফিক শিশুটিকে টঙ্গী জেনারেল হাসপাতাল থেকে এনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, শিল্পীর গায়ে খুন্তির ছ্যাঁকার অসংখ্য চিহ্ন আছে।
এসআই রফিক জানিয়েছেন, শিল্পীর গ্রামের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট। ঘটনা জানানোর পর শিল্পীর বাবা আলতাফ ব্যাপারী ও মা লালমতি বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন।
লালমতি বেগম এনটিভি অনলাইনকে বলেন, ওই বাসার গৃহকর্ত্রী শিল্পীর বেতন হিসেবে প্রতি বছর ১৬ হাজার টাকা মোবাইল ফোনের মাধ্যমে পাঠিয়ে দিতেন। কিন্তু মেয়ের সঙ্গে কোনো দেখা-সাক্ষাৎ করতে দিতেন না।
এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুইটি বেগম ও তাঁর ছেলে অনুপের পাশাপাশি বাড়ির গৃহকর্তা ওয়াহিদ ঢালীকেও আটক করেছে পুলিশ।