সব উপজেলার সড়ক হবে বাস চলাচল উপযোগী
দেশের সব উপজেলার সড়কগুলো আগামী এক বছরের মধ্যে বাস চলাচলের উপযোগী করে তৈরি করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী।
গতকাল শনিবার নওগাঁয় এলজিইডির আওতায় রাজশাহী বিভাগে বাস্তবায়নাধীন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কিত পর্যালোচনা সভায় এ কথা জানান প্রধান প্রকৌশলী। বেলা ১১টায় নওগাঁর এলজিইডির চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
নিজের বক্তব্যে শ্যামা প্রসাদ অধিকারী জানান, আগামী এক বছরের মধ্যে দেশের সব উপজেলার সড়কগুলো ১২ থেকে ১৮ ফুটে বর্ধিত করে বাস চলাচলের উপযোগী করা হবে। তিনি বলেন, চলতি অর্থবছরে সারা দেশে এলজিইডি মোট ১৬ হাজার কোটি টাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এর মধ্যে কেবল রাজশাহী বিভাগে ৩৮টি প্রকল্পে অধিকাংশ অর্থ ব্যয় করা হচ্ছে। এসব বাস্তবায়নে এলজিইডির কর্মকর্তাদের প্রকৌশলগত দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি।
নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদশা মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এলজিইডির সদর দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেন, রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলী আহমেদ, রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম কিবরিয়াসহ বিভাগের সব জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, উপজেলা সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, নকশাকার ও সার্ভেয়াররা।
সভা শেষে রাজশাহী বিভাগের সব জেলার নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, উপজেলা সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, নকশাকার ও সার্ভেয়ারদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।