বাউবির বিএ, বিএসএস প্রোগ্রামের ফল প্রকাশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ এবং বিএসএস পরীক্ষা-২০১৪ এর চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাসের হার ৭৫ দশমিক ০৬%।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়।
চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ৪৬ হাজার ৫৯৫ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ হাজার ৯৭৪ জন। উত্তীর্ণ পুরুষ শিক্ষার্থী ১৭ হাজার ৮৪৫, পাসের হার ৭৩ দশমিক ১৫ ভাগ।
মহিলা শিক্ষার্থী ১৭ হাজার ১২৯ জন, পাশের হার ৭৭ দশমিক ১৬ ভাগ।
একই সঙ্গে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সিমেস্টারের দুই লাখ ৫০ হাজার ৩৮৫ জন শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলও প্রকাশিত হয়েছে।
এ পরীক্ষার ফল বাউবির সব আঞ্চলিক ও উপআঞ্চলিক কেন্দ্রে পাওয়া যাবে। চূড়ান্তভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফলাফল http://bou.ac.bd এবং সিমেস্টারভিত্তিক ফলাফল http:// exam.bou.edu.bd পাওয়া যাবে। এ ছাড়া SMS-এর মাধ্যমে চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য boustudent ID (11digits without any space, for example ১০০২৩৮১০০০১) লিখে বাংলালিংকে ২৭০০-এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭ নম্বরে পাঠাতে হবে।