বিস্ফোরক মামলায় জেএমবি সদস্যের ৫ বছরের দণ্ড

রাজবাড়ীতে বিস্ফোরক মামলায় মাওলানা মুফতি মোহম্মদ কুতুবউল্লাহ (৩৫) নামের এক জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মহাম্মদ ওসমান হায়দার আজ রোববার দুপুরে এ রায় ঘোষণা করেন। বিচারক রায়ে আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
এ মামলার অপর চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁদের বেকসুর খালাস দিয়েছেন। দণ্ডাদেশপ্রাপ্ত মাওলানা মুফতি মোহম্মদ কুতুবউল্লাহ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আবু বকর সিদ্দিকীর ছেলে।
মামলার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১ জুন অভিযান চালিয়ে মাওলানা মুফতি কুতুবউল্লাহসহ পাঁচ জেএমবি সদস্যকে বিস্ফোরক দ্রব্যসহ আটক করে। অন্যরা হলেন খুলনার তেরখাদা এলাকার মতিয়ার রহমান, ফরিদপুরের সালথার শহীদুল ইসলাম ও মাওলানা মিজানুর রহমান এবং মাগুড়ার শ্রীপুর থানা এলাকার ফরহাদ হোসেন।
ওই দিনই আটককৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়।