শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য আগামী ১৭ মে দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ মে) মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালত এ আদেশ দেন।
আসামিপক্ষের যুক্তিতর্কের সময় অভিযুক্ত হিটু শেখ, তার স্ত্রী জায়েদা, দুই ছেলে সজিব ও রাজিব আদালতে উপস্থিত ছিলেন। এ সময় আদালত চত্বরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।
মূল অভিযুক্ত হিটু শেখ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। তবে গত ২৩ এপ্রিল চার্জ গঠনের সময় সকল আসামি নিজেদের নির্দোষ দাবি করেন। পরে লিগ্যাল এইডের মাধ্যমে তাদের পক্ষে আইনজীবী হিসেবে সোহেল আহমেদকে নিয়োগ দেওয়া হয়।
আছিয়ার পক্ষে যুক্তিতর্কে অংশ নেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা এহসানুল হক সমাজী, মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি মনজুরুল ইসলাম মুকুলসহ প্যানেল আইনজীবীরা।
৮ বছরের শিশু আছিয়া গত ৬ মার্চ মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বড় বোনের বাড়িতে বেড়াতে এসে বোনের শ্বশুর হিটু শেখের দ্বারা ধর্ষণের শিকার হয়। ৯ মার্চ আছিয়ার মা আয়েশা খাতুন মাগুরা সদর থানায় মামলা করলে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।
গুরুতর অবস্থায় আছিয়াকে প্রথমে মাগুরা সদর হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সবশেষে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ তার মৃত্যু হয়।