বাগানে কলেজছাত্রীর লাশ

গোপালগঞ্জের সদর উপজেলার একটি বাগান থেকে তপতী বল (১৮) নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার কৃষ্ণপুর গ্রামে বাড়ির পাশের বিকাশ বলের বাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
তপতী ওই গ্রামের জগদীশ বলের মেয়ে ও শহরের হাজী লাল মিয়া সিটি কলেজের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের ছাত্রী।
সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবু নাঈম জানান, গতকাল শনিবার রাত ১০টার দিকে পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে তপতী ঘুমাতে যান। বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে রাতে কোনো একসময় ঘর থেকে বের হন তিনি।
সকালে তপতীকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন। ওই গ্রামের কয়েকজন শিক্ষার্থী স্কুলে যাওয়ার সময় ওই বাগানে তপতীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয়। পরে দুপুরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এসআই আরো জানান, বিকেল ৩টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, তপতীকে গলায় ওড়ানা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।