পবায় দুই কিশোর নির্যাতন : আসামির জামিন নাকচ

রাজশাহীর পবা উপজেলায় দুই কিশোর নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার সাত নম্বর আসামি নাসিমের জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রোববার দুপুরে রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী খন্দকার এ আদেশ দেন। পরে নাসিমকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ।
এদিকে, দুই কিশোর নির্যাতনকারীদের শাস্তির দাবিতে আজ দুপুরে আদালত চত্বরে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় তারা আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
গত ১২ ফেব্রুয়ারি পবা উপজেলার বাগসারা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র জাহিদ হাসান ও ইমনকে মোবাইল ফোনসেট চুরির অভিযোগে ধরে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। মোবাইল ফোনে ধারণ করা নির্যাতনের চিত্র সংবাদ মাধ্যমে প্রকাশ পেলে ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় নির্যাতনের শিকার জাহিদের বাবা ইমরান আলী বাদী হয়ে পবা থানায় এক সেনা ও এক র্যাব সদস্যসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার ১৩ আসামির মধ্য এর আগে আটজন সাময়িকভাবে জামিন পেয়েছেন।