নাশকতার সাত মামলায় মিন্টুর জামিন
নাশকতার সাত মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু তাঁর আইনজীবী জয়নাল আবেদিন মেজবার মাধ্যমে জামিনের আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন পল্টন থানায় দায়ের করা পাঁচটি ও রমনা থানায় দায়ের করা এক মামলায় জামিন দেন।
অপরদিকে শাহবাগ থানার একটি মামলায় ঢাকা মহানগর হাকিম খোরশেদ আলম জামিন দেন।
২০১৫ সালের জানুয়ারি মাসে নাশকতার অভিযোগে পল্টন ও রমনা থানায় ছয় মামলা এবং ২০১৪ সালের ডিসেম্বর মাসে শাহবাগ থানায় একটি মামলাটি দায়ের করা হয়।