আত্মসমর্পণ করে জামিন আবেদন মিন্টুর
নাশকতার সাত মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু।
আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহর মাধ্যমে জামিনের আবেদন জানান মিন্টু। দুপুরে তাঁর মামলাগুলোর শুনানি হওয়ার কথা রয়েছে।
পল্টন ও শাহবাগ থানায় মামলাগুলো দায়ের করা হয়েছে। দায়ের করা এ মামলাগুলোতে মিন্টুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি কয়েক মাস ধরে আত্মগোপনে ছিলেন।