যশোরকে বিভাগ করার দাবিতে মানববন্ধন

যশোরকে বিভাগ করা ও মাগুরাকে প্রস্তাবিত ফরিদপুর বিভাগের সঙ্গে যুক্ত না করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের যশোরবাসীর ব্যানারে আজ সোমবার বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর সাবেক গণপরিষদের সদস্য সাবেক সংসদ সদস্য মঈনুদ্দিন মিয়াজী, যশোর ইনফোর আহ্বায়ক হাবিবুর রহমান, বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ব্রিটিশ ভারতের প্রথম জেলা, স্বাধীনতা যুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলা দীর্ঘদিন ধরে অবহেলিত। যশোরকে ভেঙে বিভিন্ন জেলা করা হয়েছে। এমনকি বৃহত্তর যশোরের মহকুমা খুলনাকে বিভাগ করা হয়েছে।
বক্তারা বলেন, সরকারের কাছে বরাবরই বঞ্চনার শিকার হয়েছে যশোরবাসী। দেশে একাধিক বিভাগ ঘোষণা হলেও যশোরবাসীর প্রাণের দাবি বাস্তবায়ন করা হয়নি। অন্যদিকে বৃহত্তর যশোরের মাগুরা জেলাকে প্রস্তাবিত ফরিদপুর বিভাগের সঙ্গে যুক্ত করে যশোর বিভাগ হওয়ার সম্ভাবনা চিরতরে বন্ধ করার চক্রান্ত চলছে।
অবিলম্বে যশোরকে বিভাগ ঘোষণার দাবি জানিয়েছেন সর্বস্তরের যশোরবাসী।