নাটোরে স্বেচ্ছাসেবক দলের নেতা কারাগারে

ছবি : এনটিভি
নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দলের নেতা আবুল হোসেন ব্যাপারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে নাটোরের বিচারিক হাকিম আদালত ১-এর বিচারক রবিউল ইসলাম জামিন নামঞ্জুর করে আবুল হোসেনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ২৯ আগস্ট নাটোর শহরের তেবাড়িয়া এলাকায় আওয়ামী লীগের মিছিলে গুলি বর্ষণের ঘটনায় দলটির এক কর্মী নিহত হয়। ওই মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর আজ জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আবুল হোসেন ব্যাপারী দুপুরে নাটোরের বিচারিক হাকিম আদালত ১-এ আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক রবিউল ইসলাম জামিন নামঞ্জুর করে আবুল হোসেন ব্যাপারীকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে আবুল হোসেন ব্যাপারীকে কারাগারে পাঠানো হয়।