গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ল দুই বসতঘর

গোপালগঞ্জ শহরের মিয়াপাড়া এলাকায় গতকাল রাতে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে যায়। ছবি : এনটিভি
গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দুটি বসতঘর। গতকাল সোমবার রাত ১১টার দিকে শহরের মিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
বৈদ্যুতিক ট্রান্সমিটারে অতিরিক্ত ভোল্টেজের কারণে আগুন লেগে যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে শহরের মিয়াপাড়ার দাউদ শেখের বাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আসবাবপত্র ও বিভিন্ন মালামালসহ দুটি বসত বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নিয়ামুল হুদা জানান, খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।