উত্ত্যক্তের বিচার চাওয়ায় গৃহবধূকে নির্যাতন
উত্ত্যক্ত করার ঘটনায় থানায় অভিযোগ দেওয়ায় কুষ্টিয়ার খোকসায় এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে চুল কেটে দিয়েছে বখাটেরা। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
ওই নারীকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একটি মামলাও করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ওই নারীর স্বামী ফরিদুপর জেলায় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন। স্বামীর অবর্তমানে কিছু বখাটে তাঁকে উত্ত্যক্ত করত। এসব নিয়ে ওই নারী থানায় অভিযোগ দেন। এর পর গতকাল দুপুরে তৌহিদ ও সুমন নামের দুজন দলবল সঙ্গে নিয়ে ওই নারীকে বাড়ি থেকে ধরে নিয়ে শারীরিক নির্যাতন করে।
নির্যাতনের শিকার ওই নারী জানান, তাঁকে প্রায় এক ঘণ্টা ধরে গাছের সঙ্গে বেঁধে রেখে চুল কেটে দেওয়া হয়। পরে মুখে চুনকালিও মাখানো হয়। এর পর ছেলে এসে তাঁকে মুক্ত করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কামরুজ্জামান জানান, ওই নারীর শরীরে টানাহেচড়া ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর মাথার চুল কাটা আছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী দাউদ হোসেন জানান, গৃহবধূর ওপর নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।