ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন যশোর মেডিকেল শিক্ষার্থীদের

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আজ মঙ্গলবার দুপুর ১২টায় শহরের দড়াটানায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে যশোর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ছবি : এনটিভি
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে যশোর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর ১২টায় শহরের দড়াটানায় এ কর্মসূচি পালন করে তারা। এক ঘণ্টার মানববন্ধনে কলেজের বিভিন্ন শিক্ষাবর্ষের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বলেন, ২০১০ সালে যশোর মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়। এরপর ছয়টি ব্যাচের ক্লাস চলছে। কিন্তু স্থায়ী ক্যাম্পাস না থাকায় যশোর আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে তাদের ক্লাসসহ অন্যান্য কার্যক্রম চালাতে হচ্ছে।
শিক্ষার্থীরা বলে, শ্রেণিকক্ষের স্বল্পতার কারণে এক ব্যাচের ক্লাস চলাকালে অন্য ব্যাচের শিক্ষার্থীদের রুমের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। এক মাসের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে কলেজ স্থানান্তর না করলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুমকি দেয় শিক্ষার্থীরা।