মাগুরা শহীদ সোহরাওয়ার্দী কলেজের ৭৫ বছরপূর্তি উৎসব ৪ মার্চ

আগামী ৪ মার্চ মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ৭৫ বছরপূর্তি অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে শহর সেজেছে বর্ণিল সাজে। আলোকসজ্জা দেখতে সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত সব শ্রেণির মানুষের ঢল নামছে শহরে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় এম আর রোডের প্রধান কার্যালয়ে আয়োজক কমিটির এক সংবাদ সম্মেলনে এ অনুষ্ঠানের কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে আগামী ৪ মার্চ, শুক্রবার কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোখলেছুর রহমানের কবর জিয়ারত, ৭৫টি পতাকা উত্তোলন, ব্যাচভিত্তিক আড্ডা, সন্ধ্যায় সুবির নন্দী ও জেমসের কণ্ঠে গান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনের নানা কর্মসূচির ঘোষণা করা হয়।
এ সময় আয়োজক কমিটির সদস্য কামরুজ্জামান চাঁদ, আবু ঈমাম পিকুল এবং অধ্যক্ষ আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। কলেজের ৭৫ বছরপূর্তি অনুষ্ঠানে নতুন পুরাতন মিলে প্রায় ছয় হাজার ছাত্রছাত্রীর পদচারণে কলেজ ক্যাম্পাস এক নতুন জীবন ফিরে পাবে বলেও আয়োজক কমিটি মনে করে।