চট্টগ্রামে স্ত্রী-খালু হত্যায় মামলা

চট্টগ্রামে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও খালুকে হত্যার ঘটনায় একমাত্র আসামি মো. হৃদয় মিয়াকে ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে এয়াকুব নগর এলাকার হালিম দোভাষ কলোনিতে হৃদয় মিয়া তাঁর স্ত্রী আসমা বেগম শ্বাস রোধ করে এবং খালু মাকসুদুর রহমানকে ছুরিকাঘাত করে হত্যা করেন।
হত্যাকাণ্ডের ঘটনায় নিহত আসমা বেগমের বড় ভাই জোবায়ের হোসেন আজ বুধবার দুপুরে নগরীর কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলায় তাঁর ভগ্নিপতি হৃদয় মিয়াকে একমাত্র আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, মালয়েশিয়া ফেরত হৃদয়ের সঙ্গে গতকাল মঙ্গলবার রাতে স্ত্রী আসমার ঝগড়া হয়। তাঁর স্ত্রীর সঙ্গে ছোট খালা রিনার স্বামী মাকসুদুর রহমানের অবৈধ সম্পর্ক আছে এমন সন্দেহে আসমাকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করেন।পরে খালু মাকসুদকে ছুরিকাঘাত করে হত্যা করেন হৃদয়।