ব্রাহ্মণবাড়িয়ায় ‘অস্ত্র ও গুলিসহ’ যুবক আটক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/03/photo-1457025025.jpg)
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র থাকার অভিযোগে তফসির (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি তফসিরের কাছে একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি পাওয়া যায়।
গতকাল বুধবার রাতে শহরের কলেজপাড়া থেকে তফসিরকে আটক করা হয়। তফসির শহরের কান্দিপাড়া এলাকার বাসিন্দা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে পুলিশের একটি দল শহরের কলেজপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় তফসিরকে আটক করা হয়। তাঁর কাছ থেকে একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
ওসি মঈনুর আরো জানান, তফসিরের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে থানায় অস্ত্র আইনের মামলা হয়েছে। আজ বুধবার তফসিরকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।