ডাব নামানো নিয়ে বচসা, স্টেশনে শ্রমিককে পিটিয়ে হত্যা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/03/photo-1457026388.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর রেলস্টেশনে এলাস মিয়া নামের এক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁর ভাইও গুরুতর আহত হন।
আজ বৃহস্পতিবার দুপুরে ট্রেনের ছাদ থেকে ডাব নামানোর সময় কথা কাটাকাটির জের ধরে এক যাত্রী ও তাঁর লোকজন এলাসকে পিটিয়ে হত্যা করে।
নিহত এলাস মিয়া উপজেলার কামালমোড়া গ্রামের আবেদ মিয়ার ছেলে।
আখাউড়া রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, ট্রেন থেকে ডাব নামানোকে কেন্দ্র করে ট্রেনের যাত্রী স্থানীয় সেজামোড়া গ্রামের এক ব্যক্তির সঙ্গে এলাস মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে যাত্রী মোবাইল ফোনে তাঁর গ্রামের লোকজনকে স্টেশনে ডেকে আনেন। পরে তারা এলাস মিয়া ও তাঁর ভাই সাঈদ মিয়াকে (২৫) পিটিয়ে গুরুতর আহত করেন।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে ক্লিনিকে নিয়ে গেলে সেখানে চিকিৎসক এলাস মিয়াকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আরো জানান, তাঁরা ওই যাত্রীর নাম-পরিচয় জানাতে পারেননি।