ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের উপদেষ্টার ইন্তেকাল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/04/photo-1457100659.jpg)
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপদেষ্টা আলহাজ মো. আবদুল খালেক। ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপদেষ্টা, ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাবেক সভাপতি আলহাজ মো. আবদুল খালেক আর নেই। বার্ধক্যজনিত রোগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মধ্যপাড়ায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
মরহুম আবদুল খালেক ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জেলা বিএমএর সাধারণ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. মো. আবু সাঈদের বাবা। আবদুল খালেক ছোট ভাই-বোন, এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে আবদুল খালেকের মৃত্যুর খবরে শহরের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। আজ শুক্রবার বাদ জুমা মরহুমের জানাজা শেরপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। পরে শেরপুর গোরস্থানে তাঁকে দাফন করা হয়।