কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে ২ শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়ার বিসিক শিল্পনগরী এলাকার বিআরবি ক্যাবলসের সামনের মাঠের একটি বাড়িতে সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় দুজন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরেকজন অসুস্থ হয়েছেন। আজ রোববার বেলা ১২টায় আনিস মোল্লার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নির্মাণশ্রমিক শাহিন (২৭) ও আশিকের (৩০) বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পারকুলা গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনিস মণ্ডলের বাড়িতে আজ ছাদ নির্মাণের কাজ করছিলেন কয়েকজন নির্মাণশ্রমিক। শাহিন ও আশিক নির্মাণাধীন নবনির্মিত সেপটিক ট্যাংকের ঢাকনার মুখ দিয়ে সাটারিং খোলার জন্য ভেতরে গেলে অচেতন হয়ে পড়েন। এ সময় বাইরে থাকা মিঠু চিৎকার করে লোকজনকে ডাক দেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় মিঠু শাহিন ও আশিককে উদ্ধার করে বাইরে আনেন। এতে নির্মাণশ্রমিক মিঠুও অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাহিন ও আশিককে মৃত ঘোষণা করেন এবং অসুস্থ মিঠুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক আশরাফুল হাসান অঞ্জন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেপটিক ট্যাংকের বিষক্রিয়া তাঁদের মৃত্যুর কারণ।
কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, নিহতদের লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।